Budget 2021 For Education: জাতীয় শিক্ষানীতির উপর জোর, স্কুলের উন্নয়ন ঘোষণা নির্মলা সীতারমণের

LatestLY Bangla 2021-02-01

Views 1

বেসরকারি এবং এনজিও-র সহযোগিতায় পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করতে চলেছেন নির্মলা সীতারমণ। জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন হবে, দেশজুড়ে এই কাজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরির জন্য জন্য ৫ বছরের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, লেহ্-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। জাতীয় ভাষা ট্রান্সলেশন মিশন তৈরি করা হয়েছে যাতে যেকোনও পলিসি এবং সরকারি নথিপত্র ভারতীয় ভাষায় ট্রান্সলেট করা যায়। ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য। মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি।

Share This Video


Download

  
Report form