Dipak Halder Is Latest MLA To Leave TMC: তৃণমূল থেকে ইস্তফা ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদারের

LatestLY Bangla 2021-02-02

Views 6

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির গড়ে ভাঙল ঘর। তৃণমূল ছাড়লেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার (Dipak Halder)। ইতিমধ্যে ইস্তফাপত্র পিক পোস্টে তৃণমূল ভবনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন তিনি। বিগত কয়েকদিন ধরেই দলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না দীপক হালদার। যোগ দিচ্ছিলেন না দলীয় কোনও সভাতে। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক ব্যানার্জির কুলতলির সভায় অনুপস্থিত ছিলেন তিনি। ডায়মন্ডহারবারের সভাতেও তিনি আসেননি। তখন থেকেই জল্পনা ছড়ায় যে এবার হয়তো বিধায়ক দীপক হালদারও তৃণমূল (TMC) ছাড়তে চলেছেন। অবশেষে দল ছাড়লেন তিনি। আগামী দিনে অন্য কোনও দলে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখেন। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে তৃণমূলের (TMC) অন্দরে বিধায়ক দীপক হালদার (Dipak Halder), শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। আবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS