দিল্লিতে সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বাসভবনের সামনে প্রহরীর নজরদারি! কেন্দ্র সরকার তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন দাবি সাংসদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে টুইটারে তিনি লেখেন, \'আমার বাসভবনের সামনে তিনজন বিএসএফ জওয়ান অ্যাসল্ট রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা বারাখাম্বা রোড থানা থেকে এসেছেন আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি একজন মুক্ত নাগরিক। জনতাই আমার রক্ষাকর্তা।\' তিনি নিরাপত্তার আবেদনই করেননি, তবুও কেন নিরাপত্তা দেওয়া হল? এই নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার আর্জিও জানিয়েছেন। কিন্তু কেন তাঁর বাসভবনের সামনে তিন জন বিএসএফকে মোতায়েন করা হল তা নিয়ে ধন্দে সাংসদ। সরাসরি কেন্দ্র সরকারের ওপর আঙ্গুল তোলেন তিনি। উল্লেখ্য, রাজ্যসভায় সম্প্রতি সংসদীয় বিচারব্যবস্থা নিয়ে সরব হন মহুয়া। কয়েকদিন আগে মোদি সরকারকে নিশানা করে মহুয়া বলেছিলেন, \'বিচার ব্যবস্থাও এখন ভয় পাচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। মনে হচ্ছে, ভারত এমন একটি দেশ, যেখানে অঘোষিত জরুরি অবস্থা চলছে।\' লোকসভার অধ্যক্ষের নির্দেশে মহুয়ার মন্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়া হয়।