Saraswati Puja 2021 Date & Timing: সরস্বতী পুজোর সময়, নির্ঘণ্ট এবং তাৎপর্য, জানুন বিস্তারিতভাবে

LatestLY Bangla 2021-02-15

Views 23

নতুন বছরে প্রথম কোনও পুজো যা ঘটা করে করা হয় তা হলো সরস্বতী পুজো (Saraswati Puja)। বাঙালির বারো মাসে তেরো পার্বন। সরস্বতী পুজো আবার বাঙালির \'ভ্যালেন্টাইন্স ডে\'-ও বটে। হলুদ পাজামা-পাঞ্জাবি, শাড়িতে সাজবে তরুণ-তরুণীরা সঙ্গে বাগ্দেবীর আরাধনায় কচিকাঁচারাও সকাল সকাল অঞ্জলি দিতে ছুটবে স্কুলে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে হবে আরাধনা, সঙ্গে খাওয়াদাওয়া। এবছরের সরস্বতী পুজো কবে এবং কখন তা দেখে নেওয়া যাক।সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম প্রধান উৎসব। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে (Shukla Paksha Panchami)  আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী (Vasant Panchami) নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শুক্ল পঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাড়িতে ও সর্বজনীন পুজোমণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি প্রথাও প্রচলিত রয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS