অভিনেতা সন্দীপ নাহারের রহস্যমৃত্যু, মুম্বইয়ের গোরেগাঁওতে অভিনেতার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। আত্মঘাতী হওয়ার আগে অভিনেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এবং \'আত্মহত্যার চিরকুট\' লিখে পোস্ট করেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘কেশরী’ ছবিতে কাজ করেন সন্দীপ। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন সন্দীপ। গোরেগাঁও-র বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়ার পর সন্দীপকে নিয়ে তাঁর স্ত্রী কাঞ্চন এবং বন্ধুরা মিলে এসভিআর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে আসতেই সন্দীপ নাহারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ৯ মিনিটের ভিডিও এবং ফেসবুক পোস্টের সূত্র ধরে আত্মহত্যার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। আত্মহত্যার জন্য ফেসবুক পোস্ট মারফত স্ত্রীকেই দায়ী করেছেন সন্দীপ নাহার।