১৭ ফেব্রুয়ারি রাজস্থানে প্রতি লিটার পেট্রোলের দাম পেরল ১০০ টাকা। টানা পরপর ৯দিন বাড়ল রাজ্যে পেট্রোলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির রাজ্যওয়াড়ি দামের বিজ্ঞপ্তি অনুসারে, পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ২৫ পয়সা বেড়েছে। ১৭ ফেব্রুয়ারি রাজস্থানের শ্রীগঙ্গানগর শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে দাঁড়িয়েছে ১০০.১৩ টাকা। টানা ৯ দিন প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে ২.৫৯ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৮২ টাকা। ভ্যাট এবং রাজ্যের নিজস্ব নিজস্ব ট্যাক্সের উপর নির্ভর করে আলাদা আলাদা রাজ্যে জ্বালানির দাম ভিন্ন ভিন্ন হয়। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৯.৫৪ টাকা এবং অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৭৯.৯৫ টাকা। মুম্বইয়ে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৬ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। পেট্রোল-ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধির জেরে গত মাসে রাজস্থান সরকার ভ্যাট ২ শতাংশ কমিয়ে দিয়েছিল জ্বালানির উপরে। পেট্রোলের বিক্রয় মূল্যের ৬০ শতাংশই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর, ডিজেলের ক্ষেত্রে এর পরিমাণ ৫৪ শতাংশ।