লাল গ্রহে একদিন জনবসতি গড়ে উঠবে। এই স্বপ্ন দেখে আধুনিক পৃথিবী। মানুষের এমন স্বপ্নকে সাকার করতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মব্যস্ততার শেষ নেই। তাইতো গত পাঁচ দশক ধরে মঙ্গলকে চারদিক থেকে প্রদক্ষিণ করা, তার ভূমি ছুঁয়ে দেখা, কোনও কিছুতেই কম উৎসাহ ছিল না নাসার। ১৯৭৫ থেকে ২০২১ সাল। চলতি বছরের অভিযান নিয়ে সবমিলিয়ে ১০ বার নাসার মহাকাশ যান মঙ্গলের মাটি ছুঁতে চলেছে। তবে এবারের অভিযান একটু ভিন্ন রকমের। তাইতো প্রযুক্তির সর্বশেষ ব্যবস্থাকে হাতিয়ার করে এই অভিযানের সূচনা গোটা বিশ্ব দেখেছে। কিন্তু কেন, প্রশ্ন তো উঠবেই। মঙ্গলকে বাসযোগ্য করতে হলে জল ও অক্সিজেনের প্রয়োজন রয়েছে। গ্যাসের আধারে থাকা অক্সিজেন ও তরলে আধারে থাকা পানীয় জল। নাসার এ বারের অভিযানের অন্যতম মূল লক্ষ্য- মঙ্গলের বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড গ্যাস থেকে কীভাবে অক্সিজেন গ্যাসকে টেনে বের করে নেওয়া যায়। লাল গ্রহের মাটিতে দাঁড়িয়েই। সে ক্ষেত্রে আর পৃথিবীর গবেষণাগারের প্রয়োজনই থাকবে না। এ বারের মহাকাশ যান রোভার পারসিভের্যান্স (Perseverance Mars Rover) খুঁজবে মঙ্গলে টিকে থাকার অক্সিজেন।