রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেভাগেই শাসক বিরোধীর তরজা তুঙ্গে। মমতা ব্যানার্জি \'খেলা হবে\' চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী বিজেপির দিকে। এদিকে তারপর থেকেই কেন্দ্রের তৎপরতায় সিবিআইয়ের আনাগোনা বেড়েছে। রবিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় সিবিআই। জিজ্ঞাসাবাদের কেন্দ্রবিন্দু ছিলেন অভিষেকের স্ত্রী। এবার সেই তালিকায় চলে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী (Priyadarshini)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অসঙ্গতির অভিযোগ এনেছে। জানা গেছে, ইডির কর্তারা প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তলবের নোটিস দিয়ে এসেছেন। এই সপ্তাহেই তদন্তকারীদের মুখোমুখি হতে হবে প্রিয়দর্শিনীকে। যদিও নোটিসের বিষয়টি যে তাঁর অগোচরে রয়েছে তা সাংবাদিকদের জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,“এই বিষয়ে আমি কিছু জানি না। এবং এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি।”