কয়লা কাণ্ড এবং মাদক কেলেঙ্কারি নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি যেন যুযুধান দুইপক্ষ। কয়লা কাণ্ডে বিরাট অংকের টাকা লেনদেন হয়েছে এই অভিযোগে যুব তৃণমূলে সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গতকাল তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আট সদস্যের একটি দল। অন্যদিকে বেশ কয়েকদিন আগেই কোকেন কাণ্ডে ধরা পড়েন বিজেপির মহিলা মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাঁকে জেরা করেই মাদক পাচার কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh) যোগসূত্র জানা যায়। এরপরেই লালবাজারের তরফে রাকেশ সিংয়ের বিরুদ্ধে সমন জারি হয়। তবে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করেছিলেন ওই বিজেপি নেতা। তবে লাভের লাভ কিছু হয়নি। হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দেয়।