COVID-19 Vaccination To Open For 60+ : মার্চ থেকে বয়স্ক নাগরিকদের টিকাকরণ শুরু, কীভাবে মিলবে টিকা?

LatestLY Bangla 2021-02-25

Views 1

স্বাস্থ্যকর্মী ও অন্য ফ্রন্টলাইন কর্মীদের পর এবার সাধারণ নাগরিকদের টিকা (Vaccine) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১ মার্চ থেকে ৬০ বছরের বেশি ও কোমর্বিডিটি (Comorbidities) থাকা ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকাকরণ শুরু হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। তিনি বলেন, দেশের ১০ হাজার সরকারি ও ২০ হাজার বেসরকারি ভ্যাকসিন সেন্টারে এই টিকাকরণ হবে। সরকারি সেন্টারে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলেও তিনি জানান। মন্ত্রী জানান, যারা বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে চান তাদের টাকা দিয়ে নিতে হবে। নির্মাতারা ও হাসপাতালের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভ্যাকসিনের দাম নিয়ে। দাম কত হবে তা স্বাস্থ্য মন্ত্রক সিদ্ধান্ত নেবে ৩-৪ দিনের মধ্যে। দেশে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে প্রায় ২৭ কোটি নাগরিককে টিকা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS