রিয়েলমি ইন্ডিয়া অফিসিয়ালি লঞ্চ করল রিয়েলমি বাডস এয়ার ২ ইয়ারবাড-সহ Narzo 30 Pro 5G এবং Narzo 30A। Narzo 30 Pro 5G ৪ মার্চ থেকে কিনতে পারবেন আপনি, অন্যদিকে Narzo 30A এবং Realme Buds Air 2 মিলবে যথাক্রমে ৫ মার্চ এবং ২ মার্চ থেকে। Narzo 30 Pro-তে ৪৮ মেগাপিক্সেল মেইন লেন্স, ৮এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ এমপি ম্যাক্রো সেন্সর-সহ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬ এমপি শুটার। Narzo 30A স্পোর্টসে ১৩এমপি প্রাইমারি স্ন্যাপার এবং B&W পোট্রেট লেন্স-সহ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এর সামনে রয়েছে ৮এমপি ডিসপ্লে সেলফি শুটার। Narzo 30 Pro এবং Narzo 30A-র ফিচার যথাক্রমে 2400x1080 and 1600x720 রিজলিউশন-সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন। Narzo 30A স্মার্টফোনে 18W Type-C ক্যুইক চার্জিং সাপোর্ট-সহ রয়েছে ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। অন্যদিকে Narzo 30 Pro-তে 30W Dart চার্জিং ফেসিলিটি-সহ রয়েছে ৫ হাজার মেগাহার্ৎজ ব্যটারি।