Bharat Bandh: জিএসটি, জ্বালানি তেলের মূল্যবদ্ধির প্রতিবাদে আজ দেশজুড়ে বন

LatestLY Bangla 2021-02-26

Views 3

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে আজ ভারত বনধ। শুক্রবার দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত বাজার। মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নতু ই-ওয়ে বিল ও জিএসটির প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংস্থা এই বনধকে সমর্থন জানিয়েছে। দেশজুড়ে দোকানপাট বন্ধ থাকবে। পণ্য পরিবহন ব্যবস্থাও বন্ধ। চলবে না কোনও পণ্যবাহী গাড়ি। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানিয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছে। বেসরকারি পরিবহনও আজ রাস্তায় নামবে না। সকাল ৬টা থেকে রাত আটটা পর্যন্ত প্রতীকী বনধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এই বনধের জেরে শুক্রবার ৩০ লাখেরও বেশি রাস্তা বন্ধ থাকছে। প্রতিটি পরিহন সংক্রান্ত গুদামের বাইরে ঝুলবে ভারত বনধের ব্যানার। পণ্য পরিবহনের জন্য ২৬ ফেব্রুয়ারিতে কোনও গাড়ি বুক করবেন না। গ্রাহকদের কাছে এই মর্মে আগেই অনুরোধ করেছিল পরিবহন সংস্থা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS