Sayantika Banerjee Joins TMC: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

LatestLY Bangla 2021-03-04

Views 13

টলিউডের রাজনীতিতে যোগ জারি রয়েছে। আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Actress Sayantika Banerjee)। তাঁকে দলে যোগদান করান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ব্র্যাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে সায়ন্তিকা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাকে মানুষের কাজ করার সুযোগ দেওয়ার জন্য। বিগত ১০ বছর আমি দিদ্দির সঙ্গেই ছিলাম, আগেও থাকব। দিদির হাত শক্তি করে লড়াই করব। মানুষের সেবা করব। বাংলা নিজের মেয়েকেই চায়, মমতাকে চায়। সায়ন্তিকার আগে আজ তৃণমূলে যোগ দেন মির্জাপুর সিটি কলেজের প্রিন্সিপাল সন্দীপ কুমার পাল। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনত্রী জুন মালিয়া ও সায়নী ঘোষ। এদিকে সূত্রের খবর আজই তৃণমূলে যোগ দিতে পারেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS