আগের সিদ্ধান্ত ভুল ছিল। সাত তারিখে বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিয়ে একথাই বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দলবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলড বর্ষীয়ান অভিনেতা। অতি বামপন্থা থেকে সোজা তৃণণূলে এসেছিলেন। তারপর একেবারে ডানপন্থী দলে যোগ দিয়ে আবেগাপ্লুত মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্য, “কারও দিকে আঙুল তুলতে চাই না। কাউকে দোষও দিচ্ছি না। আমারই সিদ্ধান্তে ভুল ছিল।” হঠাৎ বিজেপির হাত ধরার প্রসঙ্গ টেনে রাজনীতিকেই মানবনীতিতে বদলে দেওয়ার চেষ্টা জারি রাখলেন মহাগুরু। বললেন, “সকলেরই একটা পতাকা প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী আমায় ডেকে যখন কথা বললেন, আমি বললাম, আমি বাংলার জন্য কাজ করতে চাই। আমি বাংলাকে ভালবাসি।”