WB Assembly Elections 2021: বঙ্গ বিজেপির বাবুল-শুভেন্দুর গাঢ় বন্ধুত্বের সমীকরণের পিছনে রয়েছে আশ্চর্য কারণ!

LatestLY Bangla 2021-03-08

Views 10

বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। একজন রাজ্য রাজনীতির দাপুটে নেতা। অন্যজন মোদির মন্ত্রিসভার ২ বারের কেন্দ্রীয় মন্ত্রী। দুজনের বন্ধুত্ব প্রশ্নাতীত। তবে এই বন্ধুত্বের বয়স মাত্র কয়েকমাস। তবে কয়েক মাসের মধ্যেই নজর লাগার মতো ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও শুভেন্দু অধিকারীর মধ্যে। আশ্চর্যের বিষয় দুজনেরই জন্ম ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর। দুজনেই সমবয়সী এই তথ্য সামনেআসার পরেও তাংর পরস্পর পরস্পরকে আপনি সম্বোধনই করেন। ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে বাবুল শুভেন্দু জুটির বন্ধুত্ব কারও নজর এড়ায়নি। অন্যদিকে প্রথম দিন থেকেই শুভেন্দুকে একেবারে আপন করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS