West Bengal Assembly Election 2021: বিধানসভা নির্বাচনের আগে অপসারিত রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র

LatestLY Bangla 2021-03-10

Views 15

আসন্ন বিধানসভা নির্বাচনের West Bengal Assembly Election 2021) আগে অপসারিত রাজ্য পুলিশের ডিজি (DG)। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন। অপসারিত রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজ্য পুলিশের নতুন ডিজি পি. নীরজনয়ন। এর আগে এডিজি আইনশৃঙ্খলার পদে জাভেদ শামিমকে সরানো হয়। এবার ডিজিও অপসারিত। বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ বিরোধীদের। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিরোধীদের। ১৯৮৭ ব্যাচের আইপিএস পি নীরজনয়ন পাণ্ডেকে। বীরেন্দ্রকে বিরোধী মহল মমতা ঘনিষ্ঠ বলে কটাক্ষ করেন। রাজ্য পুলিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণেই প্রশাসনে জোর খাটান তারা বলে দাবি করে বিরোধী মহল। এর আগে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা যায়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS