বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর দুদিন বাদে মমতার প্রতিপক্ষ হিসেবে মনোনয়ন পেশ করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিকে গত ৭ মার্চ বিজেপির ব্রিগেডে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অতিবাম থেকে বামপন্থা, তারপর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর এখন কি না বিজেপিতে যোগ। একই সঙ্গে তাঁর আত্ম বিশ্লেষণ, আগের রাজনীতিতে যোগ দেওয়া বড় রকমের ভুল ছিল। বিজেপিতে যোগ দিয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে উদগ্রীব হয়েছেন মহাগুরু। কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলি হেলনে ১২ মার্চ থেকে শুরু করবেন প্রচারের কাজ। বড় কোনও অঘটন না ঘটলে মমতার বিরুদ্ধে শুবেন্দুর হয়ে নন্দীগ্রামে আগামী শুক্রবার মিঠুনকে প্রচারে অংশ নিতে দেখা যাবে।