Jagdeep Dhankhar Gets Vaccinated Against COVID-19: করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনখর

LatestLY Bangla 2021-03-12

Views 143

করোনা ভ্যাকসিনের (COVID-19 vaccine) প্রথম ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar) ও তাঁর স্ত্রী সুদেশ ধনখর (Sudesh Dhankhar)। বৃহস্পতিবার কম্যান্ড হাসপাতালে ১১.৩০ নাগাদ পৌঁছে ভ্যাকসিন নেন তাঁরা। ভ্যাকসিন নেওয়ার পর সেই ছবি শেয়ার করেছেন রাজ্যপাল। রাজ্যপাল কমান্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসকদের ধন্যবাদ জানিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেও টুইটে জানান তিনি। গতকাল হাসপাতালে ভর্তির পরে পরেই আহত মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএমে আসেন রাজ্যপাল। ততক্ষণে হাসপাতাল চত্বরে পৌঁছে গেছে তৃণমূল ছাত্রপরিষদের কর্মীরা। রাজ্যপালকে দেখে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান গিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবন যাওয়ার সময়েও একই রকম ক্ষোভের মুখে পড়েন তিনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS