২০১১-র পর ২০১৬-তে বাংলার বিধানসভা আরও একবার তৃণমূল কংগ্রেসের দখলে। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস একক দক্ষতায় রাজ্যের ক্ষমতা দখল করে। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ ছিল বাম এবং কংগ্রেস। ৬ দফা (আদতে ৭ দফা)-য় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়। ৫ বছর আগে রাজ্যে বিজেপি সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি, যার প্রমাণ মিলেছিল ভোটবাক্সে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি, ম্যাজিক ফিগার ১৪৮। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস, সমর্থন জানিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়ক। ২০১৬ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ২১১টি আসন, বাম-কংগ্রেসের জোট ৭৭, বিজেপি মাত্র ৩টি আসনে খাতা খুলেছিল। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল জোট না করে একক শক্তিতে ক্ষমতায় আসে।1