Sudeep Jain Writes To CM Mamata Banerjee: নন্দীগ্রাম প্রশ্নে মমতাকে চিঠি কমিশনের

LatestLY Bangla 2021-03-17

Views 3

নন্দীগ্রামে মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলার শাসকদল। তার পরিপ্রেক্ষিতেই মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। চার পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে, “কমিশনকে নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মন্তব্য দুর্ভাগ্যজনক। কমিশনকে খাটো করে দেখার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর কেন এমন মন্তব্য, তিনিই জানেন।” গতবছর ১৭ ডিসেম্বর এবং চলতি বছর ২১ জানুয়ারি কলকাতা ছাড়াও চলতি মাসের ২ এবং ১২ তারিখ দিল্লিতে কমিশন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্‍ করেছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। সাক্ষাতের বিষয়টি নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর তরফে যে মন্তব্য করা হচ্ছে, তাতে নির্বাচন কমিশনকেই আদতে ছোট করা হচ্ছে বলে দাবি করা হয় চিঠিতে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS