COVID-19 Cases in West Bengal: ভোটমুখী বাংলায় ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২

LatestLY Bangla 2021-03-19

Views 49

হাতে গোণা কয়েকদিন পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের (COVID-19 Cases in West Bengal) সংখ্যা। একধাক্কায় ৩০০ পেরোল আক্রান্তের সংখ্যা। কোরোনাকে উপেক্ষা করেই চলছে মিটিং, মিছিল, জনসভা, ভোট প্রচার। মাস্কের বালাই নেই অধিকাংশের। করোনার স্ট্রেন নিয়ে গতকাল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেসময় জনসভায় ভোটের প্রচার করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই লাগামহীন অবাধ চলাচল কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আগামী দিনে? রাজ্যে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩২৩ জন। বুধবারও এই সংখ্যা ছিল ৩০০-র বেশি।একদিনে মৃতের সংখ্যা ২, এই ২ জনই কলকাতার বাসিন্দা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS