কথা কওনের টাইম নাই - Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

শাহবাগ থানার পাশে নিউ কনকচাপা দোকানের কর্মচারী সবিউল। সোমবার সকালে জাতীয় যাদুঘরের সামনের রাস্তার ডিভাইডারের ফুটপাতে বসে কয়েকজন সহকর্মীর সঙ্গে ফুলের ডালা সাজাতে ব্যস্ত তিনি।

ককসিটের ওপর কেউ হলুদ গাদা ফুল গাঁথছেন, কেউ কাঁচি দিয়ে স্কচটেপ কেটে দিচ্ছেন আবার কেউবা ডালায় ফুলের পাশাপাশি পাতা বিছিয়ে দিচ্ছেন।

এ সময় আনুমানিক আটাশ ত্রিশ বছরের এক যুবক এসে বড় ও ছোট ফুলের ডালা কত হলে বিক্রি করবেন তা জানতে চায়। সঙ্গে সঙ্গে সবিউল বলেন, ‘আজ কথা কওনের টাইম নাই। ফুলের বড় ডালা ১ হাজার টাকা ও মাঝারি সাইঝের একটির দাম ৬০০ ট্যাকা। পছন্দ অইলে নেন, না হলে যান।’

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS