ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা কোনদিকে। ভোর ৭টায় দোয়েল চত্বরের সামনে পথচারী একজনকে সামনে পেয়ে বোরকা পরিহিত এক মহিলা হাসপাতালের ঠিকানা জানতে চাইলেন। পথচারী আঙ্গুল দিয়ে সোজা পশ্চিম দিকে দেখিয়ে দিলেন। ওই মহিলা একা নন। তার সঙ্গে পাঞ্জাবি পায়জামা পরিহিত আনুমানিক ১৫-২০জনের একটি দল।