মাত্র এক ঘণ্টার বৃষ্টি। বেলা ২টার দিকে শুরু। থামল ৩টার দিকে। এক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানী ঢাকার প্রায় অর্ধেক তলিয়ে গেল পানির নিচে। ভাঙা-চোরা, গর্ত, খানা-খন্দে ভরা সেই রাস্তা অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুরো রাজধানীবাসীর জন্য।
বৃষ্টির সময় ছিলাম অ্যালিফ্যান্ট রোড, বাটা সিগন্যালে। গতকালও বৃষ্টি হয়েছিল। একই রাস্তায় রিকশা নিয়ে পার হয়েছিলাম। বৃষ্টির কারণে সৃষ্ট অসহনীয় জ্যাম ঠেলে পার হতে পারলেও রাস্তায় পানি জমতে দেখিনি। শুধু কারওয়ানবাজার এবং বিজিএমইএ ভবনের মাঝের রাস্তায় কিছুটা জায়গায় পানি জমতে দেখেছি।