‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না।’ রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধ ক্যাম্পাসে বুধবার মধ্যদুপুরে মাইকে ভেসে আসছিল এ গানটি। গুনগুনিয়ে গানটিতে সুর মেলাচ্ছিলেন সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মাথায় মুক্তযুদ্ধকালীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা বাঁধা। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। নির্জন ক্যাম্পাসে বসে মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরিতে এক শ্রমিককে নির্দেশনা দিচ্ছিলেন তিনি।