লাল গোলাপ ফুল ও লিফলেট হাতে দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ-তরুণী। পথচারী, প্রাইভেটকার, মোটরসাইকেল কিংবা রিকশা আরোহীর সামনে সহাস্যে এগিয়ে গিয়ে সামনে দাঁড়াচ্ছেন। হাতে একটি গোলাপ ফুল ও একটি লিফলেট তুলে দিয়ে সহাস্যে বলছেন, ‘লাল গোলাপ শুভেচ্ছা নিন, আজ ছাত্রলীগের জন্মদিন।’