প্রথম হওয়া সেই জাহিদের সঙ্গে ইউসিসির কানেকশন! || Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন জাহিদ হাসান আকাশ। যিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ফেল করেছিলেন। এজন্য তার প্রথম হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিষয়ে তদন্ত ও যাচাই শেষে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এদিকে, ওই শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ইউসিসির কানেকশন পাওয়া গেছে। গত কয়েক বছর ধরে ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে ইউসিসির জড়িতের খবর বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
copyright - https://bit.ly/2QX5v1n

নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2AflJgB

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS