ইসিকে কঠোর পরিণতি ভোগ করতে হবে : রিজভী || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা আটকে দেয়ায় কঠোর পরিণতি নির্বাচন কমিশনকে (ইসি) ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকারবিরোধী প্রচারণা যাতে না ঘটতে পারে, সেজন্য সরকারের নির্দেশে একের পর এক বিধিনিষেধ আরোপ করছে ইসি। পর্যবেক্ষকদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে, গণমাধ্যমকে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কেন্দ্র থেকে যেকোনো অনিয়ম-সংঘর্ষ-ভোট ডাকাতির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নামে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। মূলতঃ সরকারের সব অপকর্ম ঢাকতেই নির্বাচন কমিশনের একের পর এক এই কঠোর নীতিমালা। এইসব নীতিমালা নিঃসন্দেহে একতরফা নির্বাচন আয়োজনেরই চূড়ান্ত পদক্ষেপ বলে জনগণ মনে করে।’

রিজভী বলেন, ‘নির্বাচন উপলক্ষে সরকার সারাদেশে রিটার্নিং অফিসারদের টয়োটা এলিয়েন গাড়ি গিফট করেছে, যে গাড়ির মূল্য ৩৫ লাখ টাকা। এটা নির্বাচনকে সরকারের অনুকূলে প্রভাবিত করার জন্য রিটার্নিং অফিসারদের উৎকোচ দেয়া। আমরা এ ধরনের ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা কূটকৌশল ও ফন্দি ফিকির অব্যাহত রেখেছে সরকার। নিম্ন আদালতকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেই ক্ষান্ত হয়নি সরকার, এখন উচ্চ আদালতকে ব্যবহার করছে। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অবজারভেশন দেয়া হলো, উচ্চ আদালতের আপিল বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতের দেয়া সাজা স্থগিতের কোনো বিধান নেই। আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘোষণা দিলেন-যারা দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন তারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতেই তড়িঘড়ি করে সরকারের মেকানিজমে এ রকম একটি আদেশ দেয়া হল।’

রিজভী বলেন, ‘অতীতে আপিলে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন করার নজির রয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর দণ্ডিত হয়েও ?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS