বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সারাজীবন ক্ষমতায় থাকবেন এ কথা বলে দিলেই পারেন। অহেতুক দেশের মানুষকে কষ্ট দিয়ে প্রহসনের নির্বাচন করার কি প্রয়োজন আছে। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমার নিজ আসনে আজকেও বিএনপির ৭০ জন নেতাকর্মীকে আটক করে মামলা দেয়া হয়েছে। আমাদের তৃণমূল নেতাকর্মীরা ঘরছাড়া। কাজেই এই নির্বাচন অর্থহীন। তবুও আমরা আশা করি, জনগণ ভয়ভীতি উপেক্ষা করে যদি ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন তাহলে ফলাফল ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের পক্ষে আসবে।
নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে রোববার সকাল ৮টায় ভোট দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকাল ৮টায় ভোট দিতে কেন্দ্রে যাব আমি।