টর্চ লাইট নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে যেতে রিজভীর আহ্বান || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 2

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের ক্যাডাররা দেশব্যাপী ভোট কেন্দ্রগুলোতে নৌকায় সিল মারছে। সন্ধ্যা থেকেই শুরু হয়েছে নৌকা প্রতীকে সিল মারা। এ অবস্থায় নীরব না থেকে ভোট কেন্দ্রগুলোতে দ্রুত জনসমাগম বাড়িয়ে ভোট চুরি ঠেকানোর জন্য ধানের শীষের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘কোনোভাবেই আওয়ামী লীগ তার বিজয়ের অংক মেলাতে পারছে না। তাই রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে ভোট ডাকাতি শুরু করেছে। এদের কাপুরুষোচিত কাজে ভয় পাবেন না। মনে রাখবেন-ভয় পেলেই শেষ, আর ভয়কে জয় করলে আমরাই বাংলাদেশ। জেগে উঠুন। গ্রামবাসীকে জাগান। ভোট চুরি ঠেকান। বিজয় আমাদের সুনিশ্চিত। প্রয়োজনে হারিকেন ও টর্চ লাইট নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করুন ভোট চুরি ঠেকাতে। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।’
শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী।

রিজভী অভিযোগ করেন, যশোরে অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষের প্রার্থী। তার নির্বাচনী এলাকায় আওয়ামী ক্যাডারদের দ্বারা অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারা শুরু হয়েছে। ঠাকুরগাঁও-১ (সদর) গিলাবাড়ী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রুহিয়া সালেহিয়া আলিয়া মাদরাসা কেন্দ্র ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী ক্যাডাররা, ঢাকা-১৩ মোহাম্মদপুর বাঁশবাড়ীতে আওয়ামী লীগ নেতা রাজিব এর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে, চকরিয়া থেকে দূরবর্তী চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকে সিল মারা চলছে, ঢাকা-৮ ইতোমধ্যে ফকিরাপুল কেন্দ্রে, শিক্ষাশিবির স্কুল কেন্দ্রে এবং দ্বীপ শিখা ভোটকেন্দ্রে ইতোমধ্যে নৌকা প্রতীকে সিল মারা শেষ হয়েছে।

ঢাকা-৯ নবীয়াবাদ মাদরাসা কেন্দ্র, কম্বাইন্ড কিন্ডারগার্টেন কেন্দ্র, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এস আর এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে ইতোমধ্যে নৌকা প্রতীকে সিল মারা সম্পন্ন হয়েছে। ঢাকা বৌদ্ধরাজি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ইতোমধ্যে সিল মারা শেষ হয়েছে।

মনোহরদী বেলাবো

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS