ঠাকুরগাঁওয়ের ১০০টি কেন্দ্র আ.লীগের দখলে, অভিযোগ মির্জা ফখরুলের - jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাসভবনে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করে বলেন, আমি সকালে ভোট প্রদান করার পরে দেখি দলে লোকজন ভোট কেন্দ্র আসতে থাকে। এভাবে লোকজনকে আসতে দেখে বেলা ১১টার পর ভোটকেন্দ্র নিজেদের দখলে নেয় আওয়ামী লীগ। বেলা ১১টার মধ্যে ঠাকুরগাঁওয়ের ১০০টি কেন্দ্র আওয়ামী লীগের দখলে নেয়ার অভিযোগ করেন মির্জা ফখরুল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS