‘বাংলাদেশে এমন কোনও হাসপাতাল নেই যেখানে তিনি ফোন করেননি। তার চেনা-পরিচিত এমন কোনও ডাক্তার নেই যাকে তিনি ‘অত্যাচার’ করেননি। ডাক্তারদের কাছে ফোন করেই তিনি বলতেন, ভাই আমার রোগীটা ভর্তি করে দেন, ভাই আমার রোগীটা এখনও ভর্তি হয় নাই কেন? অপারেশনের ডেটটা করে দেন। এমনিভাবে মানবিক কাজে বহু ডাক্তারকে ‘অত্যাচার’ করেছেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০০১ সালে এমবিবিএস পাস করার পর একটি দিনের জন্য চাকরি করেননি। বাবার নির্দেশে জনগণের সেবা নিশ্চিত করার জন্য তিনি মানবিক কাজে নিজেকে মনোনিবেশ করেন। গত ১৭ বছরে নিজ এলাকার (জামালপুরের সরিষাবাড়ি উপজেলা) এক লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে দেখেছেন, তাদের ওষুধ দেয়ার চেষ্টা করেছেন।
যে লোকটি ১৭ বছর ধরে নিজ এলাকার রোগীদের সেবা প্রদানের জন্য ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে তিনি এখন দেশের ১৬ কোটির বেশি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের মানুষের কল্যাণে তিনি এখন জনগণের ‘চাকর’ বা ‘সেবক’ হয়ে স্বাস্থ্য সেক্টর পরিচালনা করতে চান। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত ডা. মুরাদ হাসান।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ ডা. মিলন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে নিজের এই জীবন কাহিনি জানান তিনি।
ঢামেকের এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছিলেন। নিজের স্মৃতিচারণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন, আমি আগে থেকেই জনগণের সেবক বা চাকর ছিলাম। বহু ডাক্তারকে মানবিক (রোগীর চিকিৎসা) কাজের জন্য ‘অত্যাচার’ করেছি। যেদিন থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, সেদিন থেকে আরও বড় চাকর হিসেবে নিজেকে মনে করছি।
তিনি সবাইকে মনিব হিসেবে এবং নিজেকে চাকর হিসেবে মনে করে কাজ করে যেতে চান।
মুরাদ হাসান বলেন, আমি বিশ্বাস করি, সবচেয়ে বেশি মেধাবিরা ডাক্তার হবেন, তারা সবচেয়ে বেশি সেবা দেবেন। এ জাতির প্রত্যাশাও তাই। তিনি জানালেন, তিনি ডাক্তারদের জন্য, তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে চান। তবে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ডাক্তারদের ?