ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘কার্গো বক্স অফার’ নামের একটি আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে মি. নুডলস। ৬৪০ টাকা দিয়েই ক্রেতারা এ প্যাকেজটি কিনলে সাশ্রয়ী হবে ৮৫ টাকা। এছাড়া রয়েছে ৫০০ টাকায় মি. নুডলসের ৩৬ পিস ফ্যামিলি প্যাক। ‘বিগ সেভ অফার’ নামের এ প্যাকেজটি কিনলে ক্রেতাদের সাশ্রয়ী হবে ৬০ টাকা, সঙ্গে পাওয়া যাবে ১৫ লিটারের একটি আকর্ষণীয় বালতি ফ্রি।