‘সকাল থেকে হঠাৎ আমার মেয়ে তাহিকে (৫) খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে পাগল প্রায় দশা। আদরের সন্তান আমার অত্যন্ত মেধাবী ছিল। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে যখন ওর মরদেহ কাশবনে পাওয়া গেলো তখন ভাবছিলাম কোনো শত্রুও কি এমন করে? ওইটুকু বাচ্চাকে ধর্ষণের পর ইট দিয়ে আঘাতে আঘাতে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যেন আর কারো সন্তানের বেলায় না ঘটে।’
নিউটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2TBxHZj