রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা। সকাল ১০টা বাজতে না বাজতেই ওই রাস্তায় দেখা মিলত মানুষের লম্বা সারি। মানুষ ধেয়ে চলত সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠের দিকে। উদ্দেশ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা ও প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা। ঘোরা, কেনাকাটা শেষে আবার ফেরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই দৃশ্যের দেখা মিলেছে, ৯ জানুয়ারি থেকে। তবে তা আর দেখা যাবে না। আজ শনিবার রাত ৮টা থেকে সবধরনের বেচাকেনা শেষ হয়েছে। বিদায় নিচ্ছে সবাই বাণিজ্য মেলাপ্রাঙ্গণ থেকে।
#jagonews24
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2WVqiGa