রাজধানীর শাহবাগের বাতাসে মৌ মৌ করছে দৃষ্টিনন্দন রঙিন ফুলের সৌরভ। আজ ১ ফাল্গুন, কাল বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই বিশেষ দিনে নিজেদের রাঙাতে কতোই না আয়োজনের কথা ভাবেন যুগলরা। এ আয়োজনকে আরও রাঙিয়ে দিতে শাহবাগের ফুলের বাজারে নানান রংয়ের দৃষ্টিনন্দন ফুলের ঘটিয়েছেন ব্যবসায়ীরা।
সেসব ফুলেই সৌরভ ছড়িয়েছে শাহবাগে। ফুলময় শাহবাগে ফুল সংগ্রহে আসছেন ক্রেতারা। কিনছেন নানান ফুল, তবে চড়া দাম দেখে ক্রেতারা কিছুটা বিরক্তি নিয়ে বলছেন, ‘শাহবাগে ফুলের বাজারে লেগেছে আগুন’।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2N1sE1K