দিনদুপুরে অস্ত্র দেখিয়ে ছিনতাই || CCTV FOOTAGE || Facebook viral video|| jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

রাজধানীর মালিবাগ এলাকায় দিনদুপুরে অস্ত্র দেখিয়ে ছিনতাই করা সেই ৩ যুবককে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। সম্প্রতি তাদের ছিনতাইয়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর তাদের ছবিসহ পোস্টার দেয়ালে ছাপিয়ে দেয় স্থানীয়রা।

শনিবার দিবাগত রাতে মালিবাগের আতর বিবি লেনের একটি বাড়ি থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. ইউসুফ আলী, মো. ফরহাদ ফকির এবং মো. জসিম মাতব্বর।

শাহজাহানপুর থানা পুলিশ জানায়, আসামি ইউসুভ আলীর বিরুদ্ধে খুন, ডাকাতি ও ছিনতাইসহ ১৬/১৭টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত ১ মার্চ সকাল ১০টায় মালিবাগ এলাকা থেকে রিকশা আরোহী মো. মনির উদ্দিনকে গতিরোধ করে গলায় চাপাতি ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই তাদের গ্রেফতারে চেষ্টা চালায় পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি ছোরা, দুটি চাপাতি, একটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS