রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ২২তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে ভবনের ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। ভবনের ভেতরে অগ্নিকাণ্ডে আহত কিংবা নিহত কেউ আছেন কি-না, উদ্ধারে কেউ বাকি রয়েছেন কি-না- এসব জানার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন লাগে। বহুতল ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশতাধিক জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে।