ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার চেয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে নুরসহ শিক্ষার্থীদের হলে হামলাকারী আখ্যা দিয়ে বিচারের দাবিতে তাদের পাশেই পাল্টা অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এ সময় তারা অবস্থানকারী শিক্ষার্থীদের কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেয়। মঙ্গলবার রাত ১০টা থেকে পাল্টাপাল্টি এ অবস্থান ও বিক্ষোভ চলছে।