ভাড়াটিয়া নিবন্ধন ফরম সম্পর্কে ধারণা নেই বছিলাবাসীর || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং ও এর আশপাশের এলাকার কেউই ভাড়াটিয়া নিবন্ধন ফরমের সম্পর্কে জানেন না। অথচ ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকা শহরে ভাড়াটিয়াদের জন্য নিবন্ধন ফরমের কার্যক্রম শুরু হয়েছে। বছিলাবাসীর অভিযোগ, দুই থানার সীমানা নিয়ে রেষারেষির কারণে পুলিশ এই এলাকায় কোনো নজর দেয় না, তাই বাড়ছে নানা অপরাধ।

সোমবার (২৯ এপ্রিল) বছিলার যে ঘরটিকে জঙ্গি আস্তানা হিসেবে র‌্যাব সদস্যরা আবিষ্কার করে সেটি ভাড়া নেয়া দুই যুবকের কাছ থেকেও পূরণ করানো হয়নি ভাড়াটিয়া নিবন্ধন ফরম। রাখা হয়নি তাদের আইডি কার্ড ও ছবি। জানতে চাইলে ঘরের মালিক বলেন, বছিলার একটা অংশ হাজারীবাগ থানার, আরেকটা মোহাম্মদপুর থানার। দুই থানার কেউ এ ধরনের কোনো তথ্য চায়নি।

জঙ্গি আস্তানার পাশের একটি বাড়ির বাসিন্দা রহিমা বেগম জাগো নিউজকে বলেন, মোহাম্মদপুর বা হাজারীবাগ থানা পুলিশের কেউই এসব চায় না, তাই আমরাও ভাড়াটিয়াদের কাছ থেকে এগুলো নেই না।

মেট্রো হাউজিংয়ের ৪ নম্বর সড়কে নির্মাণাধীন একটি ভবন মালিকের স্ত্রী পারভিন আক্তার। ভবনটি নির্মাণাধীন হলেও একটি ফ্লোরের কাজ শেষ হওয়ায় চারজনকে ভাড়া দেয়া হয়েছে। জাগো নিউজকে তিনি বলেন, পুলিশ এমন কোনো ফরম আমাদের দেয়নি, তাই আমরাও তাদের কাছে কোনো তথ্য চাইনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS