এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৪ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কৃতিত্ব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (৬ মে) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
আরও পড়ুন - https://www.jagonews24.com/national/news/498380