আর ঘরে বসে থাকা চলবে না | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া কারাগারে অসুস্থতায় ভুগছেন। তার জামিনযোগ্য মামলায় জামিন দরকার। কিন্তু তাকে মুক্তি দেয়া হচ্ছে না। কারণ শেখ হাসিনার ভয়-বেগম জিয়া দাঁড়াতে পারলে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পাবে। কৃষকরা ন্যায্যমূল্য পাবে। শ্রমিকরা ন্যায্য পাওনা পাবে। এ জন্য তাকে বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, এ জন্য প্রতিবাদ করতে হবে। আর ঘরে বসে থাকা চলবে না। রাজপথে আমাদের আসতেই হবে। তা নাহলে আমাদের কারও অধিকার থাকবে না। এ সরকারের পতন ঘটাতেই হবে।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে রিজভী এসব কথা বলেন। ধর্মীয় অনুভূতির অভিযোগ এনে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওলামা দল এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/politics/news/501177

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS