সুতি পাঞ্জাবির চাহিদা বেশি || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

ঈদের দিন পাঞ্জাবি না পরলে নিজেকে ঠিক পরিপূর্ণ লাগে না। ঈদে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি। ঈদের সকালে গোসলের পর পাঞ্জাবি ছাড়া কী হয়! নতুন পাঞ্জাবি গায়ে, হাতে আতরের গন্ধ ছড়িয়ে কোলাকুলিতেই ঈদের আনন্দ। আর এ পাঞ্জাবিটি হওয়া চাই অভিজাত ও আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ।

ছেলে-বুড়ো সবাই চায় নিজের পাঞ্জাবি অন্যের চেয়ে একটু আলাদা হোক। ক্রোতাদের এসব চাহিদার কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলোও বৈচিত্র্যময় নানান ধরনের পাঞ্জাবি সমাহার সাজিয়ে তুলেছেন। আর অল্প কয়দিন পরই মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। তাই পাঞ্জাবির বেচাকেনা বেড়েছে কয়েক গুণ।

বৃহস্পতিবার রাজধনীর আজিজ সুপার মার্কেট, এলিফ্যান্ট রোডসহ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ঈদে তাপমাত্রা বেশি হওয়ায় আরামদায়ক হালকা রঙ্গের কম কাজের সুতি পাঞ্জাবির চাহিদাই বেশি...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS