ঈদে রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ছোট-বড় সবার ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে নতুন প্রজাতির প্রাণি। সম্প্রতি শাবকও জন্ম দিয়েছে বিভিন্ন প্রাণি।
জানা গেছে, ঈদুর ফিতরকে সামনে রেখে জাতীয় চিড়িয়াখানায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থাসহ নতুনভাবে পুরো চিড়িয়াখানা সাজিয়ে তোলা হয়েছে। এ ঈদকে কেন্দ্র করে প্রায় ৬ লাখ দর্শনার্থীর আগমন হবে বলে ধারণা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে তাদের দাবি।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/504642