স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে চরম ভোগান্তি হজযাত্রীদের | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা আবদুল আহাদ বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী। সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর দোতলায় প্রশাসনিক ব্লকে আসেন স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দিতে। কর্তব্যরত চিকিৎসকরা শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখা পর প্রেসার মাপেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগ আছে কি না, কী ধরনের ওষুধ খাচ্ছেন ইত্যাদি জিজ্ঞাসা করার পর পাশের টিকা কেন্দ্রে পাঠান তাকে। সেখানে কর্তব্যরত নার্সরা সঙ্গে সঙ্গেই তাকে টিকা দেন।

আবদুল আহাদ মনে মনে খুশিই হয়েছিলেন খুব দ্রুতই অফিসে ফিরে যেতে পারবেন। কিন্তু টিকা দেয়ার পর স্বাস্থ্য সনদ নেয়ার জন্য কাগজপত্র জমা দেয়ার পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলে সনদ হাতে পাননি তিনি। মাঝে একবার কখন পাবেন জিজ্ঞাসা করতে গিয়ে ঝাড়ি খেয়েছেন। কর্তব্যরত ডাটা এন্ট্রি অপারেটর মুখ ভেংচি দিয়ে বলেছেন, আমি কি বসে আছি নাকি? সিরিয়াল আসলে তো ডাকব।

দুপুর ১টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবদুল আহাদ বলেন, একটি মাত্র কম্পিউটারে কাজ চলছে। সিরিয়ালে অপেক্ষমাণ প্রায় ২০০ মানুষ। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। সব তথ্য তো অনলাইনে আগেই দেয়া আছে, তাহলে এতো দেরি কেন?

শুধু আহাদ আলী একা নন, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে এসে তার মতো অসংখ্য হজযাত্রীকে স্বাস্থ্য সনদ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

গতকাল (রোববার) থেকে ঢামেকসহ বিভিন্ন সরকারি ও জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জন কার্য়ালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্য়ক্রম শুরু হয়। প্রথমদিন হজযাত্রীর সংখ্যা কম থাকলেও দ্বিতীয় দিনে বেড়ে যায়। দুপুর পৌনে ১টা পর্যন্ত ঢামেক হাসপাতালে বিভিন্ন বয়সি দুই শতাধিক নারী ও পুরুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। স্বাস্থ্য পরীক্ষা করতে ও টিকা দিতে সময় বেশি না লাগলেও মাত্র একটি মাত্র কম্পিউটারে একজন ডাটা এন্ট্রি অপারেটর কাজ করায় সময় বেশি লাগছে।

বিস্তারিত পড়ুন- https://bit.ly/2ZtbOOs

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS