‘এমন কু সন্তান যেন গর্ভধারণ না করে কোনো মা’ | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

নিজের গর্ভের দুই ছেলের নির্যাতন, মারধর ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ৭৫ বছর বয়সী নাজমা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে নিজের স্বামীর দেয়া বাড়িতে ফিরে যেতে চান হতভাগ্য এই মা। আক্ষেপ করে বলেছেন, এমন কু-সন্তান যেন কোনো মা গর্ভধারণ না করেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগ করেন পুরান ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র রোডের বাসিন্দা নাজমা বেগম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী আলমগীর হোসাইন, নাতি মাহাদী হাসান ও আইনজীবী কামরুজ্জামান।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2XUsPUv

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS