ভারতীয় টেলিভিশনের গানের প্রতিযোগিতা সারেগামাপা'র এবারের বিশেষ চমক হয়ে আছেন বাংলাদেশের ছেলে নোবেল। এই শোর প্রায় প্রতিটি পর্বেই একের পর এক গান গেয়ে বিচারকসহ দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। সারেগামাপার মঞ্চে গান গেয়ে বাংলাদেশ ও ভারতে প্রচুর ভক্ত তৈরি হয় তার। সবার প্রত্যাশা এবারের আসরে চ্যাম্পিয়ন হবেন নোবেল।
প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। এর আগেই নোবেল চ্যাম্পিয়ন হচ্ছেন না বলে গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা, প্রথম রানারআপ গৌরব আর দ্বিতীয় রানারআপ নোবেল...
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/bollywood/510530