প্রথমে তাদের পরিচয়, পরে বন্ধুত্ব। বন্ধুত্বের সম্পর্ক একসময় রূপ নেয় প্রেমে। সেই প্রেমের সূত্র ধরে দেশ ছেড়েছেন সারলেট নামে এক মার্কিন নারী। তার বাড়ি আমেরিকার নিউজার্সিতে। প্রেমের টানে সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/514390