টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের আ. রশিদ সিদ্দিকী এলাকায় পরিচিত ছিলেন ‘স্কোরার সিদ্দিকী’ হিসেবেও। হকি মাঠে আক্রমণভাগে দুর্বার ছিলেন। প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে স্কোর (গোল) করায় পারদর্শী ছিলেন বলেই তার নামের সঙ্গে যোগ হয়েছিল ‘স্কোরার’ শব্দটি। তার ছেলে মো. আতাউল হক সিদ্দিকীও জামালপুর সরকারি স্কুলের ছাত্র থাকাকালীন হকি খেলেছেন।
নিজে হকি খেললেও আতাউল হকের তিন সন্তানের (এক ছেলে, দুই মেয়ে) কেউই কখনো হাতে নেননি হকি স্টিক। অথচ তার মেজো কন্যা মোছা. আয়েশা পারভীন মহুয়া কিনা হকিতে করলেন দেশের হয়ে নতুন ইতিহাস! বিএএফ শাহীন কলেজের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক মহুয়া এখন দেশের প্রথম নারী হকি আম্পায়ার।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/news/515453