হাসপাতালে প্রবেশ করে একটু এগিয়ে যেতেই দুই সেবিকার দেখা মেলে। তারা ডেঙ্গু নিয়ে কী যেন বলছিলেন। তাদের পাশ কাটিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেট্রন বিভাগে প্রবেশ। সৌজন্য কথাবার্তার পর ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা কোথায় ভর্তি- জানতে চাইলে এক সেবিকা বলেন, ‘সব জায়গায়ই ডেঙ্গু রোগী আছে। গেলেই পেয়ে যাবেন।’
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/515685